মোহাম্মদ হোসেন হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারীতে সরোয়ার আজম (২৫) নামে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুন) মধ্যরাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের পূর্ব মন্দাকিনী নিজ দোকান আজম টেলিকম ও মুদির দোকানের ভিতর থেকে লাশটি উদ্ধার করে। সে ঐ ইউনিয়নের নজর আলী চৌধুরী বাড়ির বীর মুক্তিযোদ্ধা মৃত শামসুল আলমের পুত্র।
১নং ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আলী আকবর সাংবাদিকদের জানান, মৃত মুক্তিযোদ্ধা শামশুল আলমের দ্বিতীয় ছেলে সরোয়ার আজম বাড়ির পাশে একটি মুদির দোকান পরিচালনা করেন। কয়েক দিন পূর্বে ধলই এলাকায় তার বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছিল।
পুলিশ জানায়,তদন্ত চলছে ,তবে কাউকে আটক করা হয়নি।