প্রেস বিজ্ঞপ্তি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে উখিয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুন) বিকালে একেএনসি উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় কক্সবাজার জেলা বিএনপি সভাপতি সাবেক হুইপ শাহ্জাহান চৌধুরী জিয়াউর রহমান’র রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান আলী, সাবেক সিঃ যুগ্ন-আহবায়ক এম. ফয়সাল সিকদার টিটু, যুগ্ন-সম্পাদক মোহাম্মদ ফরহাদ, ছাত্রদলের সাবেক সভাপতি রিদুয়ান সিদ্দিকী, যুবদলের সদস্য সচিব খাইরুল আমিন, যুগ্ন-আহবায়ক রিদুয়ানুর রহমান বাপ্পী, পালংখালী ছাত্রদলের সাবেক আহবায় ইকবাল হোসেন, যুবনেতা আনোয়ার সিকদার।
ছাত্রনেতাদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ওমর ফারুক, পালংখালীর সাধারণ সম্পাদক জিয়াউল করিম রিয়াদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম আইমন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রোবেল, রাজাপালং দক্ষিণের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক, সিঃসহ-সভাপতি আহমদ উল্লাহ রিয়াদ, হাসেম সিকদার জিসান, রাজাপালং উত্তরের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, রত্নাপালং’র আজিজ, মোবারক হোসেন, ওমর ফারুক, হলদিয়াপালং উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল উদ্দিন ডালিম, দক্ষিণের আব্দুল্লাহ আল মামুন, জালিয়াপালং উত্তরের নুরুল আলম ওয়াহিদ, কামাল মাহমুদ শামীম চৌধুরী সহ অনেকে।
শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ছাত্রনেতা সাইদুল ইসলাম শামীম।
উপজেলা ছাত্রদলের সিঃ যুগ্ন-আহবায়ক মোর্শেদুল হক ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সদস্য সচিব রিদুয়ানুর রহমান।
এসময় উপজেলা ছাত্রদলের আওতাধীন স্কুল, মাদ্রাসা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।