ছবির ক্যাপশন-ধলঘাটায় ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ পরিদর্শন করছেন আশেক উল্লাহ রফিক এমপিসহ নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি:

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন অতি শীঘ্রই ধলঘাটার বেড়ীবাঁধ পুন সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত লোকদের সমবেদনা জানিয়ে তিনি আরো বলেন, আগমী এক সপ্তাহের মধ্যে সকলের নিরাপত্তা নিশ্চিত করেত বেড়ীবাঁধ নির্মাণের কাজ শুরু হবে। প্রাকৃতিক দূর্যোগে ধলঘাটার মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হলেও তা মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ব্যাপারে সজাগ রয়েছেন। আপনাদের চিন্তার কোন কারণ নেই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশেই আছেন। ইতোমধ্যে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল বেলা ১২টায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ধলঘাটায় ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে নগদ অর্থ বিতরণকালে একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ বি ছিদ্দিক খোকন, ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু, ইউনিয়ন সভাপতি সাইদ আলম ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ। আশেক উল্লাহ রফিক এমপি সরাইতলা, সুতরিয়া ও পন্ডিতের ডেইলে ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ পরিদর্শন শেষে সুতরিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।