মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা সদর হাসপাতালে কোন ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা সদর হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী আছে বলে যা বলা হচ্ছে-তা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের সুপার ডা. সুমন বড়ুয়া সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
একইভাবে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবর রহমানও বলেছেন-কক্সবাজার জেলার কোথাও ব্ল্যাক ফাঙ্গাস উপসর্গ থাকা কোন রোগী শনাক্ত করা হয়নি। কক্সবাজার জেলা সদর হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টা সম্পূর্ণ গুজব। এটা একটা অপ্রচার বলে জানান-সিভিল সার্জন ডা. মাহবুবর রহমান।
প্রসঙ্গত, ভারতে সম্প্রতি ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নামক এক ধরনের ভাইরাস মহামারী আকার ধারণ করেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।