সোহেল রানা (শাওন)
রামু সরকারি কলেজ (বিজ্ঞান বিভাগ)

আমাদের কক্সবাজার প্রাকৃতিক সৌন্দর্যের নীড়
দীর্ঘতম সমুদ্র সৈকতে থাকে পর্যটকের ভিড়।
আঁকাবাঁকা গিরিপর্বত, সারি-সারি গাছ;
ঝরনায় জলপাত যেন বিমোহিনীর নাচ।

সাগরে থাকে দক্ষিণা স্নিগ্ধ বাতাস
প্রেমিক-প্রেমিকার যেন প্রেমকুঞ্জ বাস।
প্রেয়সীর চুল এলোমেলো দীপ্তিময় চোখ
প্রেমিকের অসংযমী ঠোঁট ঘুরেফিরে রক্তজবার মুখ ।

আমাদের কক্সবাজার অপূর্ব প্রকৃতির ঘেরা
পর্যটকরা দেয় প্রতি ঋতুতে সাড়া।
সারাবছর জুড়ে পাখি আর প্রকৃতির খেলা
ফটোগ্রাফারের ক্যামরায় থাকে বৈচিত্র্য ছবির মেলা।

আমাদের কক্সবাজার বিখ্যাত লবণে
রোদে পুড়ে শ্রমিকেরা দেশ রাখে নিশ্চিত মনে ।
জেলেরা  ভোরে ছুটে মাঝ দরিয়ায়
দুর্যোগ বিপাকেও মাছ ধরে যায় ।

আমাদের কক্সবাজার এগিয়ে দেশ গড়ায়
জন্ম কতো জ্ঞানীগুণীর যেন শেষ নাই।
প্রিয় মাতৃভূমি কক্সবাজার সম্প্রীতির ইতিহাস
হিন্দু -বৌদ্ধ -মুসলিম -খ্রিষ্টান একসাথে বসবাস।