ইমাম খাইর, সিবিএনঃ
নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আগের ঠিকানা ক্যাম্পে ফিরেছে নুর হোসাইন (৪০) নামক রোহিঙ্গা যুবক।

বৃহস্পতিবার (২৭ মে) বিকালে টেকনাফের শালবাগান ২৬ নং ক্যাম্পে অবস্থান করছে। সে ওই ক্যাম্পের (ব্লক- এইচ/৪, এফসিএন-২৫৭৬৯৫) নবী হোসাইনের ছেলে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-(এপিবিএন) অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম তারিক।

শুক্রবার (২৮ মে) বিকাল তিনটার দিকে তিনি সিবিএনকে জানান, নুর হোসাইন নামক একজন রোহিঙ্গা শরনার্থী ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে খবর পেয়েছি। সে শালবাগান ক্যাম্পে পরিবারের নিকট অবস্থান করছে। তার গতিবিধি নজদারিতে রাখা হয়েছে।

তবে, ভাসানচরে এত নিরাপত্তা ও নজরদারির মাঝেও কিভাবে বের হলো, তা অনুমেয় নয়। তাতে সংশ্লিষ্টদের কোন গাফিলতি বা রহস্য আছে কিনা, তদন্তের দাবি রাখে।

এর আগেও ভাসানচর থেকে কয়েকজন রোহিঙ্গা পালানোর খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে কিংবা সংশ্লিষ্টরা আরো কঠোর না হলে সরকারের পরিকল্পনাই ভেস্তে যাবে মনে করা হচ্ছে।

কঠোর নজরদারির মাঝেও ভাসানচর থেকে রোহিঙ্গারা কিভাবে পালাচ্ছে? জানতে চাইলে অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, সার্বিক বিষয়ে সেখানে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী জানবে।