কক্সবাজার সদরের ঝিলংজা ৫ নম্বর ওয়ার্ড উত্তর চাঁন্দেরপাড়া মরহুম আব্দুল করিমের পুত্র আল আমিন (২২)। তিনি দীর্ঘ ৬ মাস ধরে Aplastic Anaemia রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার পিতা মাতার মৃত্যুর পর ছোট দুই ভাই দুই বোন ছিল পরিবারের একমাত্র সম্বল। তাদের নিয়ে তার সংসার। তৎমধ্যে আল আমিন ও আত্মীয়-স্বজনের প্রচেষ্টায় এক বোনের বিয়ে হয়। কিছুদিন যেতে না যেতেই বোনটি ডেলিভারী জনিত কারণে মৃত্যুবরণ করেন। নেমে আসে এলাকাজুড়ে শোকের ছায়া। ভেঙ্গে পড়েন আল আমিন।

বলতে গেলে আল আমিন ও তার এক ছোট ভাই একেবারেই এতিম হয়ে পড়েছে।

বর্তমানে ব্যয়বহুল চিকিৎসা সামলাতে কেউ নেই তার। বর্তমানে চিকিৎসা সামলাতে হিমশিম খাচ্ছে আল আমিনের আত্বীয় স্বজন।

অসুস্থ আল আমিন জানান, আমি ৬ মাস ধরে অসুস্থ। কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটি আমার পাশে ছিলেন, আছেন।

প্রতি সপ্তাহে ৬ থেকে ১০ ব্যাগ রক্ত ম্যানেজ করতে হচ্ছে। বর্তমানে প্রতি সপ্তাহে শুধু মাত্র ঔষুধ খরচ বাবদ ১০-১৫ হাজার টাকা খরচ হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল থেকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করতে বলা হচ্ছে।

ডাক্তারের তথ্যমতে, উন্নত চিকিৎসার জন্য ভারতের হসপিটালে প্ররন করা হলে ১৬ থেকে ১৮ লক্ষ টাকা প্রয়োজন হতে পারে।
আমি এতিম,তার উপর এত টাকা ম্যানেজ করা কোনো ভাবেই সম্ভব হচ্ছে না বিদায় আমি দেশের উচ্চবিত্ত ও প্রবাসী মানবিক প্রিয় দানশীল ভাই বোনদের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানাচ্ছি।

রোগীর সাথে সরাসরি যোগাযোগঃ
মোবাইল নাম্বার 01857152993