তাওহীদুল ইসলাম নূরী:
পেকুয়া উপজেলার চড়াপাড়া-বারবাকিয়া সড়কের মাতামুহুরি ছরার উপর একমাত্র কালভার্ট ( পেন্ডির বর ব্রিজ) এর বেহাল দশা পরীলক্ষিত হচ্ছে দীর্ঘদিন ধরে। কালভার্টটির একটি অংশ ঝরে নিচে পড়ে গেছে।  এ পরিস্থিতিতে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়,  পাশাপাশি দুটি ছোট গাড়ি পার হওয়ার সুযোগ নেই কালভার্টটির উপর দিয়ে। একটি টমটম, অটোরিকশা একসাথে চলতেও হিমশিম খেতে হচ্ছে। রাতে দুর্ঘটনার আশঙ্কা প্রবল হয়ে উঠে।

স্থানীয়রা জানান, কালভার্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা পার করেই ঐতিহ্যবাহী শিলখালী উচ্চ বিদ্যালয়ে যাওয়া-আসা করেন শিক্ষার্থীরা। একসময় চকরিয়া থেকে বাঁশখালী যাওয়ার প্রধান সড়কও ছিল এটি। তাই, গুরুত্বপূর্ণ এই ব্রীজটির জন্য সরকারী বাজেটের অপেক্ষা না করে স্থানীয় জনপ্রতিনিধিরা চাইলে প্রাথমিকভাবে অস্থায়ী মেরামত করে কালভার্টটি চলাচলের জন্য নিরাপদ করতে পারেন। তাই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে অবিলম্বে ছোট এই ব্রীজটির সংস্কার দাবি করেছেন তারা।