পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাবেক মহিলা ইউপি সদস্যসহ তিনজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার(২৬মে) সকাল ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউপির সুন্দরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই এলাকার মৃত ছাবের আহমদের ছেলে নেজাম উদ্দিন(৫০), নেজাম উদ্দিনের ছেলে পারভেজ উদ্দিন (২৭) ও নেজাম উদ্দিনের স্ত্রী সাবেক মহিলা ইউপি সদস্য ছাদেকা বেগম (৪৫)।

আহত ইউপি সদস্য ছাদেকা বেগম বলেন, পিতা হাজি জামাল উদ্দিন মারা যাওয়ার পর আমাদের সব বোনের জায়গা স্থানীয় বিচারে ইউপি সদস্য মনজুর মেম্বার প্রাপ্ত জায়গা পরিমাপ করে বুঝিয়ে দেন। এরপর আমরা প্রাপ্ত জমিতে ঘেরাও দিয়ে চাষবাদ করে আসছিলাম। কিন্তু নিজের ভাইয়েরা লোভের বসবতি হয়ে বুধবার সকালে মোস্তাক আহমদ,শাহ আলম নোমান, শফি উল্লাহ ও মনছুরসহ আরো কয়েকজন আমাদের দেয়া ঘেরাও ভাংচুর করে। ওই পর্যায়ে আমরা বাধা দিতে গেলে পিটিয়ে জখম করে।

আহত ছাদেকার বোন জাহেদা বেগম বলেন, পৈত্রিক সম্পত্তি আত্মসাত করার ভাইয়েরা চক্রান্ত শুরু করেছে। চক্রান্তের অংশ হিসাবে আমার বোনের পরিবারসহ আমাদেরকে মারধর করে বিতাড়িত করেছে। বিষয়টি আমরা তাৎক্ষনিকভাবে পেকুয়া থানায় অবগত করেছি এবং মামলা করার প্রস্তুতি নিচ্ছি।