ফেসবুক কর্নার:
আল্লাহ্ সেন্টমার্টিন আমাদের মাতৃভূমি সব শেষ। ঘূর্ণিঝড় ইয়াস আমাদের সব কেড়ে নিয়ে যাচ্ছে। কি লিখব দ্বীপকে নিয়ে প্রতিবছর বর্ষা আসলে দ্বীপের এই বেহাল দশা সবাইকে জানালেও এই সুন্দর একমাত্র প্রবালদ্বীপটিকে রক্ষার জন‍্য কেউ এগিয়ে আসেনি। এই দুনিয়ায় নিরীহ হওয়াটা অনেক বড় পাপ। এখন আর রক্ষার জন্য এগিয়ে আসলেও কি রক্ষা করা সম্ভব হবে? শীত মৌসুমে ভিআইপি ভিভিআইপি মহোদয়দের সাথে এত প্রোগ্রাম করি কত ফুলের মালা গলায় দিয়ে দ্বীপের কত সমস্যার কথা তুলে ধরেছি তার কোন ইয়াত্বাপাত্বা নেই কিন্তু দু:খের বিষয় বিকেল তিনটায় জাহাজ চলে গেলে আর কোন খোঁজ খবর রাখেনা আমাদের সেই মাননীয় ভিআইপি ভিভিআইপি মহোদয়গন। আজ এই মূহুর্তে দ্বীপের যেখানেই যাই সেখানেই দ্বীপের বালিমাটি আর সারি সারি কেয়াগাছের কান্নার রোল পড়ে যাচ্ছে। প্রাকৃতিক গাছগুলো আমাদের দেখে কান্না জড়িত কন্ঠে নালিশ দিচ্ছে আর বলতেছে আমরা আপনাদের দ্বীপে কি এমন পাপ করেছি কেন আমাদের রক্ষার জন্য আপনারা এগিয়ে আসছেন না? দ্বীপ রক্ষার্থে সেই কাচা গাছগুলো দেখলে এখন আর বীচের ধারে যেতে মন চায়না গেলে শুধু কান্না আর কান্না আসে।
এখন আর কি বলবো কাকে বলবো কে শুনবে আমাদের এই করুন প্রার্থনা?

Habib Khan (হাবিব মেম্বার), সেন্টমার্টিন।