ফেসবুক কর্ণার:
আপনার মৃত্যু কবে হবে আপনি নিজেও জানেন না। আগে একটা সময় ছিল, যখন মানুষের বার্ধক্য হয়ে ৯০-১৪০ বছরে মারা যেতেন। কিন্তু এখন সময়টা ভিন্ন। ২২-২৪ বছরের তরুন ছেলেরাও স্ট্রোক/হার্ট এটাক করে অথবা রোড এক্সিডেন্ট করে হর- হামেশায় মারা যাচ্ছে।
অস্বীকার করতে পারবেন! আমি বা আপনার ক্ষেত্রেও যে এমনটা হবে না?
তাই,প্রতি দিনই স্মরণ করুন মৃত্যুকে এবং প্রস্তুতি নিন বান্দার হক (হাক্কুল ইবাদ) পরিশোধে। কারন,আল্লাহর কাছে মাফ চাইলে তিনি তার হক (হাক্কুল্লাহ) মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা মাফ না করার আগে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছেন না।
তাই খেয়াল করুন-
১, কারো হক- অধিকার মেরে খাচ্ছেন কিনা !
২, অন্যের টাকা-লেনদেন রয়ে গেছে কিনা!
৩, জোর করে অন্যের জমি দখল করে আছেন কিনা!
৪, কারো মনে কস্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়েছেন কিনা !
আল্লাহ আমাদের হেফাজত করুন,আমিন।

Zahedul Goni -এর ফেসবুক টাইমলাইন থেকে।