জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে ১ লক্ষ ৭৫ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ ৯জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার বাইপাসের নতুন বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

এতে গ্রেফতার করা হয় কার্ভাট ভ্যান চালক মনজুর হোসেন (৪৫), খায়রুল আলম সুজন (৩৫), মো. সোহাগ (৩২), নুরুল ইসলাম (৪৩) ও আবুল হোসেন (১৮)।

এর আগের দিন সোমবার সন্ধ্যায় পটিয়া থানা পুলিশ উপজেলার কমলমুন্সির হাট এলাকা থেকে অভিযান চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবাসহ ময়মনসিংহ জেলার নুরুল ইসলামের পুত্র ট্রাক চালক মো: মাসুম মিয়া (৪০) ও একই জেলার আবদুল খালেক এর পুত্র আলম হোসেন (৩০) কে গ্রেফতার করে।

অপর দিকে একই দিন বিকেলে র‌্যাব-৭ এর একটি টিম পৃথক অভিযান চালিয়ে পটিয়া বাইপাস এলাকা থেকে ৭৭৩০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে। তারা হলেন নগরীর বাকলিয়া থানাধীন আলমগীরের পুত্র নুরুল আমিন (২৪) ও পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের মৃত আহমদুল হকের পুত্র আবুল কাসেম।

পুলিশ জানান, মঙ্গলবার দুপুরে কক্সবাজার ছেড়ে আসা স্ক্রেপ পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে (ঢাকা মেট্টো-ট-২২-২৫৫২) তল্লাশী চালিয়ে ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাভার্ড ভ্যান জব্দ ও ৫জনকে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, পৃথক তিনটি ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।