জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে ১ লক্ষ ৭৫ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ ৯জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার বাইপাসের নতুন বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
এতে গ্রেফতার করা হয় কার্ভাট ভ্যান চালক মনজুর হোসেন (৪৫), খায়রুল আলম সুজন (৩৫), মো. সোহাগ (৩২), নুরুল ইসলাম (৪৩) ও আবুল হোসেন (১৮)।
এর আগের দিন সোমবার সন্ধ্যায় পটিয়া থানা পুলিশ উপজেলার কমলমুন্সির হাট এলাকা থেকে অভিযান চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবাসহ ময়মনসিংহ জেলার নুরুল ইসলামের পুত্র ট্রাক চালক মো: মাসুম মিয়া (৪০) ও একই জেলার আবদুল খালেক এর পুত্র আলম হোসেন (৩০) কে গ্রেফতার করে।
অপর দিকে একই দিন বিকেলে র্যাব-৭ এর একটি টিম পৃথক অভিযান চালিয়ে পটিয়া বাইপাস এলাকা থেকে ৭৭৩০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে। তারা হলেন নগরীর বাকলিয়া থানাধীন আলমগীরের পুত্র নুরুল আমিন (২৪) ও পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের মৃত আহমদুল হকের পুত্র আবুল কাসেম।
পুলিশ জানান, মঙ্গলবার দুপুরে কক্সবাজার ছেড়ে আসা স্ক্রেপ পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে (ঢাকা মেট্টো-ট-২২-২৫৫২) তল্লাশী চালিয়ে ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাভার্ড ভ্যান জব্দ ও ৫জনকে গ্রেফতার করা হয়।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, পৃথক তিনটি ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।