মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

সাতকানিয়ার চরতী ইউনিয়নের সুইপরা এলাকায় সৈয়দুল ইসলাম (১৯) নামের এক রোহিঙ্গা কিশোর বন্য হাতির আক্রমনে নিহত হয়েছে। মঙ্গলবার ২৫ মে ভোর ৫ টার দিকে বাবুলের আম ও লিচু বাগানে হাতির আক্রমণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরতী সুইপরা এলাকার মৃত মনু মিয়ার ছেলে মাহমুদুল হক বাবুলের পাহাড়ি এলাকায় আম ও লিচু বাগানে কর্মচারী হিসেবে কাজ করত কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবদুস সালামের ছেলে ছৈয়দুল ইসলাম। ভোরে বাগানে কর্মচারী ছৈয়দুল ইসলাম বাগান পাহারা দিতে গেলে একদল বন্য হাতি তাকে আক্রমন করে। এসময় ছৈয়দুল ইসলাম হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।
চরতী সুইপরা এলাকার মোহাম্মদ শফি বলেন, আম ও লিচু বাগান পাহারা দিতে নিহত সৈয়দুল ইসলামের সাথে আরো কয়েকজন ছিল। হাতির পাল তাদের আক্রমন করলে অন্যরা বাগান থেকে পালিয়ে আসেন। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে সৈয়দুল মারা যান।

চরতী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম হাতির পায়ে পিষ্ট হয়ে এক রোহিঙ্গা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সাতকানিয়া মার্দাশা রেঞ্জ কর্মকর্তা মো ইসমাইল হোসেন বলেন , বন্য হাতির আক্রমনে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।