মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলার ইউএনও সুরাইয়া আক্তার সুইটি’কে (১৬৮০১) ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার ২৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব শাহীন আরা বেগম পিপিএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সদর উপজেলার ইউএনও সুরাইয়া আক্তার সুইটি সহ একই পদমর্যাদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদায়ন করা হয়েছে।

সুরাইয়া আক্তার সুইটি ২০২০ সালের ৪ অক্টোবর কক্সবাজার সদর উপজেলার ইউএনও হিসাবে যোগদান করেছিলেন। সুরাইয়া আক্তার সুইটি’কে ফরিদপুর জেলা প্রশাসনের এডিসি হিসাবে নিয়োগ দেওয়া হলেও কক্সবাজার সদর উপজেলায় সোমবার পর্যন্ত নতুন কোন ইউএনও পদায়ন করা হয়নি।