মোঃ আরাফাত সানী, টেকনাফ:
কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ অভিযানে চালিয়ে ৩ হাজার ৬’শ পিচ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে।
(শুক্রবার) ২১ মে রাত পৌনে ১২ টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিদ্দিকের স্ত্রী বুলবুল আক্তার (২৫) ও একই এলাকার ইউসুফের স্ত্রী আমিনা (২৫) কে ৩ হাজার ৬’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
আজ টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, আটককৃত নারী মাদক কারবারিদের মাদক আইনে মামলা গ্রহনের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।