ইমাম খাইর, সিবিএনঃ
করোনাকালে স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে কক্সবাজারের একটি পরিবহন ও চারটি খাবারের দোকানকে জরিমানা করা হয়েছে।

জরিমানাপ্রাপ্তরা হলো- শহরের হাসপাতাল সড়কের জাহাঙ্গীর মেচ ১ হাজার, সাতকানিয়া ভাতঘর ১ হাজার, আইবিপি মাঠের রামু লাইন ১ হাজার টাকা।

এছাড়া দুইটি ঝাল মুড়ি ও চনা মুড়ি দোকানদারকে ৫০০ করে মোট ১ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা এ দন্ড প্রদান করেছেন।

এসময় জেলা পুলিশের একদল সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা জানান, করোনার ভয়াবহতার মাঝেও অনেকে সরকারের নির্দেশনা যথাযথ প্রতিপালন করছে না। যারা বিধিনিষেধ অমান্য করে তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের অভিযানে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫ জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসচেতনতামূলক এই অভিযান চলমান থাকবে।