অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার নিউজ ডটকমে প্রকাশিত সংরক্ষিত বনের ছরাখাল থেকে অবৈধভাবে বালি উত্তোলন, প্রভাবশালী জড়িত শীর্ষক সংবাদটি আমরা নিম্ন স্বাক্ষরকারীদের দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি সম্পুর্ন বানোয়াট ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমুলক। সংবাদে উল্লেখিত খুটাখালী ছরাখালটি জেলা প্রশাসন থেকে ১ কোটি ৭ লাখ টাকায় সম্পুন বিধি মেনে ইজারা নেয়া হয়েছে। আমাদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সাংবাদিক ভাইদের মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে হয়রানিমুলক সংবাদ প্রকাশ করেছে। খুটাখালী বনবিটের ছড়াখাল ইজারা হয়ে সরকারি রাজস্ব কোষাগারে দিয়েই আমরা নিয়মমাফিক বালি উত্তোলন করছি যা সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে করে যাচ্ছি। সংবাদে বালুভর্তি ট্রাকের সাথে যে গাছ পাচারের অভিযোগ আনা হয়েছে তা হয়রানি করার কুমানসে করছে ইজারা বঞ্চিত উক্ত সিন্ডিকেট। উক্ত ছরাখালে ৫০ টি সেলু মেশিন বসিয়ে যে বালু উত্তোলনের কথা বলা হয়েছে তার কোনো ভিত্তি নেই।আমাদের ব্যবসায় ক্ষতি করার জন্য এবং প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার জন্য এই জঘন্য মিথ্যাচারের আশ্রয় নিয়েছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে উক্ত ইজারাদেয়া ছরাখাল পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কোন অন্যায় দেখলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য চ্যালেন্জ করছি।
আমরা চ্যালেন্জ করে বলতে চাই সংবাদে আমাদের বিরুদ্ধে যে মিথ্যার ফুলঝুরি সাজানো হয়েছে তার সবকিছুই আমাদেরকে হেয়প্রতিপন্ন করার জন্য এবং আমাদের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টার অংশ। আমরা উক্ত মিথ্যা বানোয়াট এবং জঘন্য সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদে
আনোয়ার হোসেন, নুর মোহাম্মদ পেঠান, সাইফুল ইসলাম। খুটাখালী, চকরিয়া, কক্সবাজার।