ইমাম খাইর, সিবিএনঃ
করোনাকালে সরকারি বিধি নিষেধ অমান্য করায় অভিজাত মিষ্টি বিপণী মধুবন, ফুলকলি ও বনফুলসহ ৬টি খাবার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা।

জরিমানাপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানসমূহ হলো- কক্সবাজার লালদিঘীর পাড়ের মধুবন ২ হাজার, হাজী বিরিয়ানী ১ হাজার, প্রধান সড়কের ফুলকলি ২ হাজার, বাজারঘাটার বনফুল ২ হাজার, হাসপাতাল সড়কের জাহাঙ্গীর কুলিং কর্ণার ৫০০ ও শানে মাদিনা ভাতঘর ৫০০ টাকা।

অভিযানকালে জেলা পুলিশের একদল সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, করোনাকালে সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও অনেকে মাস্ক ব্যবহার করছে না। স্বাস্থ্যবিধি মানছে না।

যারা আদেশ নিষেধ অমান্য করছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। সরকারী নির্দেশনা বাস্তবায়নে অভিযান চলমান থাকবে বলে জানান সাদিয়া সুলতানা।