নীলোৎপল বড়ুয়া

নিঃশ্বাস নিতে গিয়ে আমি
বারে বারে শ্বাসরুদ্ধ হই-
ফিলিস্তিনের বারুদের গন্ধে
ভারী হয়ে গেছে আমার বাতাস।
পানি পান করতে গিয়ে আমি
বারে বারে থমকে দাঁড়াই-
ফিলিস্তিনের রক্ত দেখি আমি
আমার গ্লাসে।
সভ্যতার পৃথিবীতে চলছে প্রগৌতিহাসিকতা,
বিশ্বায়নের পৃথিবীতে চলছে জবরদখল!
ঘুমোতে পারি না আমি
ফিলিস্তিনে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে।
স্বপ্নে দেখি শুধুই আগুন
যে আগুনে অবিরত পুড়ছে ফিলিস্তিন।
তবে ফিলিস্তিনই একমাত্র নয়;
নিজভূমে পরবাসী ছিল আফ্রিকা,
দখল হয়েছিল আমেরিকার লাল পাহাড়,
রক্ত ঝরেছিল আমারও।
ইতিহাস সাক্ষী,
বৃথা যায়নি কোন রক্ত,
বৃথা যায়নি কোন মৃত্যু।
তবে কি বৃথা যাবে ফিলিস্তিনের এই রক্ত?
বৃথা যাবে ফিলিস্তিনের এই মৃত্যু?
এ যে রক্তেরও অধিক, মৃত্যুরও বেশি।
এই মৃত্যু থেকে জন্ম নেবে নতুন জীবন,
এই রক্ত থেকে জন্ম নেবে নতুন প্রাণ।
ফিলিস্তিনের এই অবিরল রক্তধারা
নদী হয়ে প্রবাহিত হবে সারা পৃথিবীজুড়ে আর
তার অববাহিকায়, বিশ্বময় গড়ে উঠবে
এক নতুন সভ্যতা, ফিলিস্তিন!

১৫ মে, ২০২১