মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলার ৪ টি পৌরসভা যথাক্রমে কক্সবাজার, টেকনাফ, মহেশখালী ও চকরিয়াকে নিয়ে একটি উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে পৌরসভা সমুহের টুরিস্ট স্পট গুলো উন্নয়ন ও সংস্কার করা হবে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জেলার ৪ টি পৌরসভার মধ্যে কক্সবাজার, টেকনাফ ও মহেশখালী টুরিস্ট স্পট গুলোতে প্রচুরতা পর্যটক যাতায়াত করে। এগুলোর সৌন্দর্য বাড়িয়ে আরো দর্শনীয় ও নান্দনিক করতে টুরিস্ট স্পট গুলোর পরিকল্পিত উন্নয়ন করা হবে।

সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ আরো জানান-কক্সবাজার শহরে ব্যাপকভাবে মানসম্মত হোটেল মোটেল গড়ে উঠলেও হোটেলের আশেপাশে ও শহরের রাস্তা, অলিগলির তেমন উন্নয়ন হয়নি। এগুলো সরকারকেই করতে হবে। নাহয় পর্যটক ও স্থানীয় জনসাধারণকে চলাচলে দুর্ভোগ পোহাতে হবে। চারটি পৌরসভার জন্য নেওয়া এই প্রকল্পটি দিয়ে কক্সবাজার শহর সহ বাকী ৩ টি পৌরসভার প্রায় সব সড়ক আধুনিকায়ন, উন্নয়ন ও সংস্কার করা হবে। এটি একটি স্থানীয় সরকার বিভাগের বৃহৎ প্রকল্প। এ প্রকল্পটি বাস্তবায়ন করা হলে কক্সবাজারের ৪ টি পৌরসভায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। পরিকল্পিতভাবে এসব উন্নয়ন কাজ করা হবে বলে জানান কক্সবাজারের কৃতি সন্তান সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।