ফারুক আহমদ, উখিয়া:
কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেছেন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে হত্যা, ছিনতাই ও মাদক পাচার বন্ধ সহ যেকোনো ধরনের অপরাধ কঠোর হস্তে দমন করা হবে।
রবিবার ( ১৬ মে) দুপুর সাড়ে ১২ টায় উখিয়ার কুতুপালং লম্বা শিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে দায়িত্বরত ১৪ এপিবিএন ( আর্মড পুলিশ) কর্মকর্তার সাথে রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার একথা বলেন ।
এর আগে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান কুতুপালং ক্যাম্প ১ ইষ্ট এলাকার লম্বা শিয়া বাজারের কাপড়ের দোকানদার রোহিঙ্গা শওকত আলী(৪০) কে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ বিষয়ে খোঁজ খবর নেন।
মিয়ানমারে বলপূর্বক বাস্তুচ্যুত হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া আশরাফ আলীর পুত্র কাপড়ের দোকানদার শওকত আলীকে গত শনিবার অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা পেছন দিকে গুলি করে হত্যা করে।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার অধিনায়ক ৮ এপিবিএন মোঃ শিহাব কায়সার, ১৪ এপিবিএন এর অধিনায়ক মোঃ নাইমুল হক, ১৬ এপিবিএন এর অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।