ইমরান আল মাহমুদ:
করোনা পরিস্থিতিতে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় ঈদেও পর্যটকশূন্য সব পর্যটন কেন্দ্রে। টানা দুইবছর যেনো আনন্দহীন এক ঈদ। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা বন্ধ থাকায় এবার ভিড় করছে রামুর খুনিয়াপালংয়ের রূপসী গোয়ালিয়াতে।

পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্থানীয় পর্যটকরা ছুটে যাচ্ছে রূপসী গোয়ালিয়াতে। যেটি স্থানীয়দের কাছে মিনি সাজেক নামে পরিচিত।

শনিবার (১৫ মে) ঈদের দ্বিতীয় দিন বেলা বাড়ার সাথে সাথে নামে স্থানীয় পর্যটকের ঢল। পর্যটকদের অধিকাংশই তরুণ তরুণী। অনেকে ছবি তুলতে ব্যস্ত, আবার অনেকে প্রকৃতির সাথে মিশে সৌন্দর্য উপভোগ করতে দেখা যায়।

গোয়ালিয়ার স্থানীয়রা জানিয়েছে, সংবাদমাধ্যমে প্রচারের পর এখানে পর্যটকরা ভিড় করছে। পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে যাচ্ছে।