সংবাদ বিজ্ঞপ্তিঃ
গরীব দুস্থদের ঈদ সামগ্রী দিল হিউম্যানিট্যারিয়ান অর্গানাইজেশন কক্সবাজার।
১৩ মে এ প্রজেক্ট হতে খুরুশকুল মনুপাড়া, গাজির ডেইল, পেঁচার ঘোনা,ঘোনার পাড়া,আদর্শ গ্রাম, তেতৈয়া, ফকির পাড়া ইত্যাদি এলাকা হতে খুবই গরীব পরিবার সমূহকে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল, যথাক্রমেঃ ১) লাচ্ছা সেমাই প্যাকেট ৩ টি, ২) লাল সেমাই আধা কেজি ৩) চিনি : ১ কেজি ৪) বড় দুধ ১ টি ৫) পেঁয়াজ ১ কেজি ৬) আলু ২ কেজি ৭) বড় লাইফবয় সাবান ১ টি ৮) সয়াবিন তেল বোতল : আধা কেজি ইত্যাদি।
এ কার্যক্রম টি সম্পাদনা করেন,অত্র ছাত্র সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাসেম, আজকে বিতরণে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন, রাকিবুল হাসান সাওন (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), সাগর খাঁন, (সিনিয়র সদস্য), দেলোয়ার সিকদার ( প্রচার সম্পাদক), হাসনাত ( সিনিয়র সদস্য), শাহ- জালাল( সিনিয়র সদস্য) প্রমুখ দায়িত্বশীলগণ।
উল্লেখ্য, এ সংগঠন টি গত বছর ১ লা মে ২০২০ এ প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার পর হতে সংগঠনটি অত্র জেলায় নানাবিধ জনসচেতনতা ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংগঠনটি করোনাভাইরাস সংক্রমণের ১ম ধাপে মাস ব্যাপী মাস্ক বিতরণ ও গরীব দুঃস্থদের সাধ্যমত সহায়তা করে এসেছে। এ সংগঠন টি মূলত কক্সবাজার জেলার কিছু বিসিএস শিক্ষা, প্রশাসন ক্যাডার বা বিভিন্ন শিক্ষক, বিভিন্ন গুণীজন, সুধীজন ও শুভানুধ্যায়ীদের আর্থিক যোগানের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।
সংগঠনটি জেলার ছাত্রবৃন্দ, যারা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা,ইউনিভারসিটি, মেডিকেল কলেজে পড়াশোনা করে তাদের সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে।
ভবিষ্যতে এ সংগঠনটি আরো ভাল কিছু মানবিক কাজ করতে সবার সহযোগীতা ও সমর্থন প্রত্যাশী।