শ্যামল রুদ্র, খাগড়াছড়ি :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দরিদ্র, অসহায় ও কোভিড-১৯ এর কারণে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ‘রমজান ফুড প্যাকেজ’ বিতরণ কর্মসূচির আওতায় খাগড়াছড়ির রামগড়ে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ মে) যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা ইউনিট এর ব্যবস্থাপনায় সকাল ১১টার সময় রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিট যুব প্রধান আবছার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে খাদ্য সহায়তা প্রধান করেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিট চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য হিরঞ্জয় ত্রিপুরা ও মেমং মারমা, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কারর্বারী, জেলা পরিষদ গণসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, পৌর আ.লীগ সভাপতি রফিকুল আলম কামাল, যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ব্রাঞ্চ উপদেষ্টা করিম শাহ প্রমুখ।

জানা গেছে, উপজেলার ৩০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ সাড়ে ৭ কেজি চাউল, ডাল ১ কেজি, তৈল ১ লিটার, চিনি ১ কেজি, লবন ১কেজি, সুজি ৫শ গ্রাম খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।