মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা সদর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট এবং কিডনি ডায়ালসিস সেন্টার স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। কক্সবাজারে চিকিৎসা সুবিধা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে কক্সবাজারের নাগরিকদের জন্য চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করতে এ প্রস্তাব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও করোনা সংক্রামণ নিয়ন্ত্রণে কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক হেলালুদ্দীন আহমদ এ প্রস্তাব বাস্তবায়নে সরকারের নীতিনির্ধারণী মহলের কাছে প্রয়োজনীয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কক্সবাজারের জেলা প্রশাসক ড. মো. মামুনুর রশীদ মঙ্গলবার ১১ মে সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।
জেলা করোনা সংক্রামণ প্রতিরোধ কমিটির সভাপতি মো. মামুনুর রশীদ আরো জানান, কক্সবাজার জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ব্যবস্থা থাকলেও সিলিন্ডার গুলো চট্টগ্রাম থেকে রিফিল করে আনতে হয়। ফলে এনিয়ে বিভিন্ন ধরনের বিড়ম্বনা পোহাতে হয়। এজন্য কক্সবাজারে একটি অক্সিজেন প্ল্যান্টের অপরিহার্যতা রয়েছে। একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপিত হলে এ সংকট আর থাকবেনা। অক্সিজেন প্ল্যান্ট থেকেই অক্সিজেন জেনারেট (উৎপাদন) করা যাবে।
এছাড়া কিডনি রোগীদের চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে কোন ডায়ালসিস যন্ত্রপাতি নেই। কিডনি ডায়ালসিস সেন্টার স্থাপন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে একটি কিডনি ডায়ালসিস সেন্টার স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান-ডিসি মো. মামুনুর রশীদ। সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এর প্রচেষ্টায় দ্রুততম সময়ে এ ২ টি প্রস্তাব বাস্তবায়ন হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
কক্সবাজারে অক্সিজেন প্ল্যান্ট এবং কিডনি ডায়ালসিস সেন্টার স্থাপন করা হলে কক্সবাজার জেলার সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার আমুল পরিবর্তন হবে বলে মন্তব্য করেন- জেলা প্রশাসক ড. মো. মামুনুর রশীদ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।