সিবিএন ডেস্ক:
বাংলাদেশসহ তিন দেশের নাগরিকের জন্য থাইল্যান্ডের ভিসা ইস্যু বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১০ মে) ঢাকার থাই দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, করোনার কারণে তিন দেশের নাগরিকের জন্য থাই ভিসা বন্ধ ঘোষণা করেছে থাইল্যান্ড। দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান।

আগামী ১৫ মে’র মধ্যে যাদের ভিসা রয়েছে তারা থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন। ১৬ মে থেকে সব ভিসা বাতিল হয়ে যাবে। এই নিয়ম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈধ ভিসাধারীরা ১৫ মে থাইল্যান্ড যেতে পারবে। তার পরদিন ১৬ মে থেকে সিওইএস ইস্যু বন্ধ হয়ে যাবে। তবে কূটনৈতিক এবং জাতিসংঘের লাইসেজ-পাসার (ইউএনএলপি) ভিসাধারীরা থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন।