ইমরান আল মাহমুদ:
মোহাম্মদ সাইফুল। মানসিক ভারসাম্য হারিয়ে পথহারা হয়ে দিক-বেদিক ছুটোছুটি করে স্থান বেঁছে নিলো উখিয়া উপজেলার জালিয়াপালংয়ে। মাস কয়েক যাবত ভারসাম্যহীন অবস্থায় পড়ে থাকে মার্কেটের বারান্দায়, রাস্তাঘাটের পাশে।

ভারসাম্য হারানো সাইফুল আপন ঠিকানা হিসেবে জালিয়াপালং সোনাইছড়ি গ্রামকে বেঁছে নিলো।

স্থানীয় হোসাইন শরীফ রুবেল ও হাকান সহ কয়েকজন যুবক সাইফুলের পাশা দাঁড়ায়।
দীর্ঘদিন পাগলের মতো পড়ে থাকা সাইফুলকে নিজ মা-বাবার হাতে তুলে দিতে তাদের সহযোগিতায় আপ্রাণ চেষ্টা চালায় চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।

দীর্ঘ প্রচেষ্টায় সোনারগাঁওয়ের স্থানীয় চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করে ভারসাম্যহীন সাইফুলের পিতামাতার ঠিকানা বের করে নুরুল আমিন চৌধুরী।

অবশেষে চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর প্রচেষ্টায় সাইফুলকে ফিরে পাচ্ছে তার মা-বাবা। সে ফিরে যাবে আপন গ্রামে।

সোনারগাঁও এলাকার স্থানীয় চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করে সাইফুল কে তার মা-বাবার হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ায় সর্বস্তরের জনসাধারণের প্রশংসার পাত্র হয়েছেন চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।