প্রেস বিজ্ঞপ্তি:
৮ই মে পবিত্র ‘জুমাতুল বিদা’ রমজানের শেষ জুমা অত্যন্ত বরকতময় দিন, এই পবিত্র দিনে গণতন্ত্র ও সার্বভৌমত্বের বিশ্বাসের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির আহবায়ক ইমরানুল হক চাকলাদার , সদস্য সচিব মো: ইলিয়াস খান ও সাবেক সা: সম্পাদক আরিফ আহমেদ আশরাফ ।
পবিত্র এই মহান দিনে ফ্লোরিডার বিএনপির সম্মানিত সদস্যরা যার যার লোকাল মসজিদে মসজিদে গিয়ে নেত্রীর আশু রোগমুক্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে সুস্হতা ও দীর্ঘায়ূ কামনায় দোয়া চান । ফোর্ট মায়ার মসজিদে দোয়া পরিচালনায় ছিলেন আরিফ আহমেদ আশরাফ, হোম ইষ্টেট মসজিদে দোয়া পরিচালনায় ছিলেন ইমরানুল হক চাকলাদার ও আবদুর রশিদ খান হারুন । পামপানো মসজিদে দোয়া পরিচালনায় ছিলেন মো: ইলিয়াস খান, সামিম রাশিদ , নজরুল ইসলাম চৌধুরী ও জামশেদ আলম । হলিউড দারুল মসজিদে দোয়া পরিচালনায় ছিলেন মোশারেফ হোসেন,এম ডি মাসুদ ,মো: বাবর ও মো: আকবর। মায়ামি নুরুল ইসলাম মসজিদে দোয়া পরিচালনায় ছিলেন মো: আলমগীর, মো: নাসির ,ও মাসুদ পারভেজ। মায়ামি মসজিদে তাওহিদ দোয়া পরিচালনায় ছিলেন আব্দুল রাকিব, কামরুল হোসাইন ও মো: সোহেল। হলিউড মসজিদে খলিল দোয়া পরিচালনায় ছিলেন মো: আলী ও হাজী আব্দু রাকিব । মারগেড মসজিদে দোয়া পরিচালনায় ছিলেন বখতিয়ার উদ্দীন , মো: আমিন ও মো: টিটু । মায়ামি শামশুদদীন মসজিদে দোয়া পরিচালনায় ছিলেন মো: সাহিন চৌ: শেখ আদনান ,নাঈম চৌ: ও শেখ রায়হান । মায়ামি গার্ডেন মসজিদে দোয়া পরিচালনায় ছিলেন মো: মঈন উদ্দীন ও আব্দুল মান্নান , টেপপা জামে মসজিদে দোয়া পরিচালনায় ছিলেন নাজিম উদ্দীন ও মো: সবুজ ।
মহান রাব্বুল আলামিনের কাছে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও তারেক রহমানের সুস্হতা ও দীর্ঘায়ূ কামনায় আরো অনেকগুলো মসজিদে দোয়া পরিচালনা করা হয় ।