কনক বড়ুয়া শ্রাবণ:
কক্সবাজার টেকনাফে ৯ হাজার ৯৫০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর চৌকশ সদস্যরা।
আটককৃতরা হলেন হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ (৫৬) ও হ্নীলা লেচুংপ্রুং এলাকার মৃত আমীর হামজার ছেলে সামসুল আলম (৩৫)।
শনিবার (৮ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে টেকনাফ হ্নীলা বাজার হতে উত্তরে ছালামত উল্লাহ রাইচ মিলের সামনে থেকে তাদের কে আটক করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোঃ শেখ সাদী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
তথ্যসূত্রে জানা যায়, শনিবার (৮ মে) সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক কারবারি টেকনাফ হ্নীলা বাজার হতে উত্তরে ছালামত উল্লাহ রাইচ মিলের সামনে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করেন র্যাব-১৫ এর চৌকশ অভিযানিক দল। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ (৫৬) ও হ্নীলা লেচুংপ্রুং এলাকার মৃত আমীর হামজার ছেলে সামসুল আলম (৩৫) কে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৯ হাজার ৯৫০ পিছ ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোঃ শেখ সাদী জানান, আটককৃত মাদক কারবারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।