মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজারে চকরিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে খলিলুর রহমান (৩০) নামের নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ মে) ভোর ৫ টার দিকে পৌরসভার ভাঙ্গার মুখ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খলিল চকরিয়া পৌরসভা (৯ নং ওয়ার্ড) পূর্ব নিজপানখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, কক্সবাজার শহর অভিমূখী একটি পাথর বোঝাই ট্রাক শনিবার ভোরে চকরিয়া পৌর বাস টার্মিনাল অতিক্রম করছিল। এটি ভাঙ্গারমুখ স্টেশন পর্যন্ত পৌঁছলে মহাসড়ক কিনারায় স্থীর থাকা একটি জীপ গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে গিয়ে পাথরগুলো মহাসড়কের উপর পড়ে এবং ভাঙ্গার মুখ বাজার নৈশপ্রহরী খলিল গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শরফুদ্দীন জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।