আলাউদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশহাট ডিসি সড়ককে যানজটমুক্ত করতে অভিযান চালিয়েছেন লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির নেতৃবৃন্দরা ।
শনিবার (৮ মে) বিকালে সড়কের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান, সদস্য মামুন অর রশিদ।
এসময় লোহাগাড়া বনিক সমিতির সভাপতি মহিউদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, অর্থ সম্পাদক সাত্তার সিকদার প্রমুখ।
অভিযানকালে এলোমেলোভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনকে রাস্তা থেকে সরিয়ে নির্ধারিত জায়গায় সুশৃঙ্খলভাবে দাঁড় করাতে বাধ্য করা হয়, বন্ধ করা হয় যত্রতত্র পার্কিং এবং যাত্রী ওঠানামা।
সড়ক বিশৃঙ্খলায় ব্যবসায়ী, চাকুরীজীবী, ছাত্রসহ বিভিন্ন পেশাজীবীদেরকে পড়তে হয় অবর্ণনীয় দুর্ভোগে। এ প্রেক্ষাপটে তাদের অভিযানের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরাও।
লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান বলেন, শহর উন্নয়ন কমিটির পক্ষ থেকে প্রাথমিকভাবে দরবেশহাট ডিসি সড়কে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যানবাহনগুলোকে একটা সুযোগ দিয়ে সব নিয়মকানুন বুঝিয়ে একটা ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে।।
কি করা যাবে, কি করা যাবে না, এ সম্পর্কে চালকদেরকে যথাযথভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়ও সড়কে শৃঙ্খলা ফেরাতে শহর উন্নয়ন কমিটি থেকে দুজন লোক নিয়োগ দেওয়া হয়েছে।