সিবিএন ডেস্ক:
যে সকল শ্রমিক করোনা টিকা গ্রহণ করেছেন কেবলমাত্র তারাই কর্মস্থলে যোগ দিতে পারবে বলে শুক্রবার (৭ মে ) এক বিবৃতিতে জানিয়েছে সৌদি সরকার।

দেশটির রাষ্ট্রীয় টিভি আল আখবাড়িয়া বরাতে জানা যায়, সৌদি মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, শুধু মাত্র যারা করোনা টিকা নিয়েছেন তারা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে পারবেন।

এছাড়াও তাদের কর্মচারীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রতিটি সেক্টরের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রণালয়।

কীভাবে এবং কখন এই কর্মস্থলে যোগ দেওয়ার নীতি বাস্তবায়িত হবে সে সম্পর্কে বিস্তারিত জানা যায় নি। তবে এ বিষয়ে শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা গেছে।