সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ:
টেকনাফের এক হাসিনার মাদক মামলায় আসামী না হয়েও বিনাদোষে ১৬ মাস জেল খেটেছে আরেক হাসিনা। তার বাড়ী টেকনাফ পৌরসভার চোধুরী পাড়ার এলাকায়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চট্রগ্রামের কারাগার থেকে মুক্তি পেয়ে আজ বৃহস্পতিবার বাড়ীতে পৌঁছেন। এদিকে, হাসিনার বাড়ী পরিদর্শনে যান টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।
এ সময় সাথে ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিফাত বিন রহমান, স্থানীয় কাউন্সিলর মুজিবুর রহমান। পরে ইউএনও ওনার সাথে কথা বলে ওনাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের জরুরী সহায়তা দেন।
ইউএনও পারভেজ চৌধুরী বলেন, হাসিনার ঘটনাটি শুনে আমি খুবই মর্মাহত। আদালতের নির্দেশে কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ীতে এসেছে শুনে হাসিনাকে দেখতে এসেছি সাধ্যমত সহযোগিতা দিয়েছি। এমনকি নিয়মিত তার খোজখবর রাখবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, চট্টগ্রামে নামের মিল থাকায় এক নারীর সাজা খাটছেন আরেক নারী। ১৬ মাস ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নগরের কর্ণফুলী থানার একটি মাদক মামলায় সাজা খাটছেন নিরপরাধ হাসিনা বেগমকে (৪০)। সংবাদ প্রকাশের পর মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।