আতিকুর রহমান মানিকঃ
কক্সবাজার সদরের ঈদগাঁওতে মাদ্রাসার সীমানা প্রাচীর ভেঙে ভিতরে ঢুকে গেছে যাত্রীবাহী বাস। বেপরোয়া গতির এই বাসের ধাক্কায় একই সময় দুমড়ে মুচড়ে গেছে একটি সিএনজি বেবী টেক্সী।
বৃহস্পতিবার (৬ মে) বিকাল সাড়ে তিনটায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও মেহের ঘোনার জব্বারিয়া মাদ্রাসা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
উভয় গাড়ীর চালকসহ এতে পাঁচ ব্যক্তি আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী বেপরোয়া গতির রিল্যাক্স বাস (রেজিঃ নং -ঢাকা মেট্রো-ব-১৫ ৪৮৫৭) ঘটনাস্হলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও জব্বারিয়া দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা সিএনজি বেবী টেক্সীকেও (রেজিঃ নং কক্সবাজার-থ-১১-৭৮৩৮) ধাক্কা দেয় বাসটি।
এতে বাস ও সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয় বাসিন্দা মাহবুব জানান, উভয় গাড়ীর চালকসহ ৫ যাত্রী এতে আহত হয়। সিএনজি চালকের বাড়ী স্থানীয় চান্দের ঘোনা গ্রামে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করেছেন এলাকাবাসী।