সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সদরের চৌফলদণ্ডীতে গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
স্থানীয় কৃতি সন্তান এডভোকেট মোহাম্মদ মুস্তাকীম ও সহধর্মিনী কক্সবাজার সমিতি ঢাকার যুগ্ম সম্পাদক সহকারী এটর্নি জেনারেল আনিস উল মাওয়া আরজুর পক্ষে ৬ মে কয়েকটি এলাকায় ইফতার সামগ্ৰী বিতরণ হয়েছে।
এতে সার্বিক সহযোগিতা করেছেন স্থানীয় সংবাদকর্মী এইচএন আলম।
রোজার দিনে খাবার সামগ্রী পেয়ে গরিব ও অসহায় মানুষের মেখে হাসি ফুটেছে।
এভাবে দুর্দিনে যারা খাদ্য সামগ্রী দিয়েছে , তাদের জন্য আল্লাহ তা আলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছে এলাকাবাসী।
প্রতি বছর যেন ইফতার সামগ্রী বিতরণের ধারাবাহিকতা বজায় থাকে, সেজন্য হতদরিদ্ররা দোয়া করেছে।
চৌফলদণ্ডীতে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
