মুফতি ইমরানুল বারী সিরাজী
উত্তর: জাকাতদাতার বাবা, দাদা-দাদী, পরদাদা-পরদাদী, তদূর্ধ্ব এবং মা, নানা-নানি, পরনানা-পরনানী, তদূর্ধ্ব এবং একইভাবে জাকাতদাতার ঔরসজাত সন্তান, নাতি-নাতনি, প্রপৌত্র-প্রপৌত্রী ও এর নিচে যারা থাকবে তাদের জাকাত দেওয়া জায়েজ নয়। আবার স্ত্রী তার স্বামীকে কিংবা স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। এ ছাড়া বাকি আত্মীয়দের জাকাত দেওয়া জায়েজ যদি তারা গরীব হয়ে থাকে। যেমন ভাই-বোন, চাচা-চাচি, ফুফা-ফুফু, মামা- খালা, ভাতিজা-ভাতিজি ও ভাগিনা-ভাগিনি ইত্যাদি।

তথ্যসূত্র: আদ দুররুল মুখতার, খণ্ড-১, পৃষ্ঠা-১৪১, আল মুগনি, খণ্ড-২, পৃষ্ঠা-৪৮২, হেদায়া, খণ্ড-১, পৃষ্ঠা-২০৬।

সংকলন: মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত। ইফতা, জামিয়া আন‌ওয়ারুল হুদা, হায়দারাবাদ, ভারত। খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা।