মো. নুরুল করিম আরমান, লামা:
করোনা ভাইরাস সংক্রমণের কারণে বান্দরবানের লামা পৌরসভা এলাকায় কর্মহীন ও অসহায় দরিদ্র ৩০০ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র আন্তরিক সহযোগিতায় ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এ সহায়তা দেয়া হয়। বুধবার দুপুরে পৌরসভাস্থ আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তনে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এতে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ইসহাক আলী সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদানের সত্যতা নিশ্চিত করে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, জনপ্রতি ৫০০টাকা হারে ৩০০ জন কর্মহীন মানুষকে ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।