মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
চট্টগ্রামের হালদা নদী থেকে ৫শত মিটার ঘেরাও জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ডিম ছাড়া মৌসুমে চোর সিন্ডিকেট চক্রটি বেপরোয়া ভাবে নদী থেকে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছেন। মা মাছ ডিম ছাড়তে হালদায় বিচরণ শুরু করেছে। এ সময় চোর দলটি কৌশল ভাবে হালদা নদী থেকে মাছ শিকার করতে গিয়ে প্রশাসনের হাতে জাল গুলোধরা পড়েন। ইফতারের একটু আগে থেকে নদীতে জাল ফেলে মাছ শিকার করতে যান চোর দলটি,খবর পেয়ে ইউএনও অভিযান পরিচালনা করেন।
বুধবার(০৬ মে) দুপুর থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে জাল গুলো জব্দ করেন ইউএনও।সাত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান করে প্রায় ৫ শত মিটার ঘেরা জাল জব্দ করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, মা মাছ শিকারের জন্য চোরা শিকারীরাও এখন ইফতারের আগে।এসময়ে প্রশাসন অভিযান করবেনা ভেবেই তারা মাছ চুরির জন্য ঘেরা জাল বসায়।এ সময় আইডিএফ সদস্য,আনসার সদস্যর,সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান অভিযানে সহায়তা করেন।উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।