স্বাস্থ্য ডেস্ক:
মহামারি করোনাভাইরাসের ছোবল থেকে রেহাই পাছে না শিশুরাও। আগের থেকে এবার করোনায় বেশি আক্রান্ত হচ্ছে ছোটরা। জেনে নিন শিশুদের করোনা হলে যেসব উপসর্গ দেখা দেয়।
শিশুদের করোনা হলে জ্বর, সর্দি-কাশি, বমি, পেট খারাপ, স্বাদ-গন্ধ না পাওয়া, শরীরে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, গ্ল্যান্ড ফুলে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা যাচ্ছে।
গত বছরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল শিশুরা। কিন্তু সেইবার আর এইবারের মধ্যে ফারাক বিস্তর।
ভারতের চিকিৎসক শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জয়দেব রায় জানান, আগেরবার শিশুরা আক্রান্ত হলেও বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিম্পটোম্যাটিক বা উপসর্গহীন ছিল। কিন্তু এবারে দেখা যাচ্ছে উপসর্গও।
বিশেষজ্ঞদের মতে, মা-বাবা, পরিবারের লোক আক্রান্ত হলেই, ভাইরাস ছড়িয়ে পড়ছে শিশুদের দেহেও।
শিশুদের ভাইরাসের আক্রমণ থেকে বাঁচাতে কী কী করা প্রয়োজন?
ছোটদের জ্বর ও অক্সিজেন লেভেল খেয়াল রাখতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে বাড়ির মধ্যেও। স্যানিটাইজেশনে জোর দিতে হবে। বাইরে থেকে এসেই ছোটদের আদর করা চলবে না।