সংবাদদাতা :
কক্সবাজারের উখিয়ায় বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের প্রভাবে ফসল ঘরে তুলতে শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। এমতাবস্থায় দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সেই আহ্বানে সাড়া দিয়ে কক্সবাজারের উখিয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের নির্দেশে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন ছাত্রলীগ নেতা রিদুয়ান কামালের নেতৃত্বে তার কর্মীরা।
করোনাভাইরাস সংকটের মধ্যে ধান তোলায় বিপাকে পড়া উখিয়ার অসহায় কৃষকের সহযোগী হয়ে কাস্তে হাতে ধানক্ষেতে নেমেছে উখিয়ার এই ছাত্রলীগ নেতা।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা দুদুমিয়ার পাকা ধান কেটে ঘরে তুলে দেন উখিয়ার এই ছাত্রলীগ নেতা রিদুয়ান কামাল।
বীর মুক্তিযোদ্ধা দুদুমিয়া (কৃষক) জানান, ‘চলমান লকডাউনের কারণে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছিলাম। যানবাহন চলাচল বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে ধান কাটা শ্রমিক আসতে পারছে না। ফলে এলাকায় দেখা দিয়েছে ধান কাটা শ্রমিক সংকট। মাঠে পাকা ধানগুলো নষ্ট হওয়ার পথে খুবই দুশ্চিন্তায় ছিলাম। আমার এমন অসহায়ত্বের কথা শুনে উখিয়ার ছাত্রলীগ নেতা রিদুয়ান কামাল ও তার ছাত্রলীগের নেতাকর্মীরা টাকা-পয়সা ছাড়াই আমার ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌছে দেন। আমি তাদের এ সাহায্যের কথা কখনো ভুলব না।’
এ বিষয়ে ছাত্রলীগ নেতা রিদুয়ান কামাল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে দেশের এই ক্রান্তিকালে সকল সংকট মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি সফল করতে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইনের নির্দেশে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমি প্রতিজ্ঞাবদ্ধ। চলমান শ্রমিক সংকটে আমি এবং আমার নেতাকর্মীরা কৃষকদের পাশে থাকবো।’
তিনি আরো বলেন, আজ অসহায় কৃষকের ধান কেটে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিক সংকটে থাকা কৃষকের পাশে থেকে এ কর্মসূচি চলমান রাখার অনুরোধ জানাচ্ছি।’
এ সময় ছাত্রলীগ নেতা রিদুয়ান কামালের সাথে উখিয়া ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ ধান কাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন।