চট্টগ্রাম সংবাদদাতাঃ
চট্টগ্রাম মহানগরীতে দরিদ্র ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চট্টলা ইঞ্জিনিয়ার্স ক্লাব।
শুক্রবার (৩০ এপ্রিল) নগরীর মেহেদীবাগ এলাকায় স্বাস্থ্যবিধি মেনে ইফতার সাামগ্রী বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আতিক সুজন, ক্লাব মডারেটর আরিফুর রহমান বাপ্পী, সানজিদা ইয়াকুব, ইঞ্জিনিয়ার শিলা ও কার্যকারী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মাহমুদুর রহমান, ইরফান সিরাজী, এমডি হাসান আলী উপস্থিত ছিলেন।
ক্লাবের সভাপতি আতিক সুজন বলেন, ২০১৮ সাল থেকে চট্টলা ইঞ্জিনিয়ার্স ক্লাব বিভিন্ন সামাজিক ইভেন্ট করে আসছে। সামনে বৃহৎ পরিসরে সামাজিক আরও ইভেন্ট নিয়ে দরিদ্রদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন CEC টিম। আজকের এই মহৎ উদ্যোগে মানসিক ও আর্থিক সহযোগিতা দিয়ে ক্লাবের এডমিন প্যানেল, সদস্যরা ও শুভাকাঙ্খীরা পাশে থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ক্লাবের অন্যতম শুভাকাঙ্ক্ষী এশিয়ান স্পেশালাইজড হসপিটালের পরিচালক মুহাম্মদ ফেরদৌস ও Qrex Diagnostic এর পরিচালক ডাক্তার আরমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান ইঞ্জিনিয়ার আতিক সুজন।