সংবাদদাতা:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজার সদরের ঈদগাহ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ ব্যবসায়ী ফরিদুল আলম চৌধুরী। তারুণ্য নির্ভর ও জবাবদিহিতামূলক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেন বলে জানান তিনি।

ফরিদুল আলম চৌধুরী ঈদগাহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভাদিতলা এলাকার রশিদ আহমদের ছেলে। দীর্ঘদিন ধরে রেমিট্যান্স যোদ্ধা হিসাবে সৌদিআরব অবস্থান করছেন। যেখানে ব্যবসায়ী হিসাবে নিজেকে গড়ে তুলে সফলতার সাথে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন।

এদিকে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির শুরু থেকে গরিব আসহায় মানুষের পাশে দাড়িয়েছেন তরুণ এ রেমিট্যান্স যোদ্ধা। তাছাড়াও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে সকলের দোয়া ও পরামর্শ কামনা করেন ফরিদুল আলম চৌধুরী।