মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রয়েল রিসোর্টের সামনে কোটি টাকা মূল্যের ভুয়া ‘দুর্লভ’ তামার ধাতব ক্রয়-বিক্রয় হবে গোপনে সংবাদ পেয়ে সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেপ্তার করছে। এসময় তাদের কাছ থেকে ধাতব তামার তৈরী ১টি বোতল, ১টি ডিজিটাল লকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। (২৯ এপ্রিল) বৃহস্পতিবার বিকালে প্রতারকরা ধরা পড়েন।

গ্রেপ্তারকতরা হলেন, ক্রেতা পটিয়া উপজলার জিরি ইউনিয়নের সুবেদার বাড়ির মৃত হাজি ফজল আহমদের ছেলে খোরশেদ আলম (৩৮), আনোয়ারা উপজলার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রফিক আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ (৩৫) ও বিক্রেতা সাতকানিয়া পৌরসভার রামপুর এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ নুরুল আমিন (৪৫)।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা একটি পেশাদার প্রতারক চক্র। বিভিন্ন সময় কোটি কোটি টাকা মূল্যের দুর্লভ ধাতব পদার্থ তাদের কাছে রয়েছে, এমন কথা বলে তারা বেশ কয়েক বছর ধরে প্রতারণা করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে।