প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের বিভিন্নস্থানে দ্বিতীয় ধাপে সেহেরী বিতরণ করেছে কক্সবাজার জেলা ছাত্রদল।

প্রথমধাপে গেল ২৬ এপ্রিল রাতে এবং দ্বিতীয় ধাপে আজ ২৯ এপ্রিল শহরের অলিগলিতে কয়েক জন ছাত্রনেতাকে সাথে নিয়ে নিজে উপস্থিত থেকে এসব সেহেরী বিতরণ করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মানবিক ছাত্রনেতা ফাহিমুর রহমান।

বিতরণের পর স্থানীয় গণমাধ্যমকে তিনি জানান, মানবিকতার জায়গা থেকে ভাসমান, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষদের সাথে রয়েছে কক্সবাজার জেলা ছাত্রদল। এরি ধারাবাহিকতায় করোনাকালে চেষ্টা করেছি অসহায় মানুষদের পাশে ক্ষুদ্র পরিসরে হলেও পাশে থাকার। যা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় জেলা ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।