শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :

কক্সবাজারের দ্বীপ কুতুবদিয়ায় পারিবারিক কলহে মা ও মেয়ে একসাথে বিষপান করে আত্মহত্যা চেষ্টা করেছে।

বধুবার (২৮ এপ্রিল) সকাল ৭টায় লেমশাখালী ইউনিয়নে এ হক পাড়ায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, লেমশাখালী ইউনিয়নে এ হক পাড়ার কাইছারের দ্বিতীয় স্ত্রী পারভিন আক্তার (২৪) পারিবারিক কলহের কারনে স্বামীর সাথে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।

এ সময় একই বোতলের বিষ থেকে মেয়ে মুন্না বেগমও (১৪) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। দ্রুত তাদের কুতুবদিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে স্টমাক ওয়াশ করা হয়।

তবে অতিরিক্ত বিষপানের কারণে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুতুবদিয়া হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ শরীফ।