মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পেকুয়ার উপজেলার মগনামা জমিদার বাড়ির সন্তান, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, জেলা আওয়ামী লীগ নেতা আবু হেনা মোস্তফা কামালের পিতা আলহাজ্ব আবদুল গণি চৌধুরী (৯৩) আর নেই। রোববার ২৫ এপ্রিল রাত ১০ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

সোমবার ২৬ এপ্রিল বেলা ২টায় পেকুয়ার মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের সন্তান আবু হেনা মোস্তফা কামাল জানিয়েছেন।

মরহুম আলহাজ্ব আবদুল গণি চৌধুরী ছিলেন-কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এ.কে.এম মোজাম্মেল হকের একমাত্র কন্যা, কক্সবাজার জেলা পরিষদের সদস্য তাহমিনা আক্তার লুনা’র শ্বশুর।

মেয়র মুজিবুর রহমানের শোক :

কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা আবু হেনা মোস্তফা কামালের পিতা আলহাজ্ব আবদুল গণি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন-কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।