মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রামু ৭৫ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
শনিবার ২৪ এপ্রিল জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ হাসপাতাল প্রাঙ্গনে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার কর্মকর্তা ডা. নোবেল বড়ুয়া তাঁকে স্বাগত জানান। হাসপাতাল ২ টি পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে জেলা প্রশাসক খোঁজ খবর নেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন। ডিসি ও জেলা করোনা সংক্রামণ প্রতিরোধ কমিটির সভাপতি মো: মামুনুর রশীদ হাসপাতালের অবস্থা পর্যবেক্ষন করে সন্তোষ প্রকাশ করেন।
এসময় অন্যান্যের মধ্যে রামু’র ইউএনও প্রণয় চাকমা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইমরান জাহিদ খান, বিশেষজ্ঞ চিকিৎসকগণ, মেডিকেল অফিসারবৃন্দ, স্বাস্থ্য কর্মী সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রামু ৭৫ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালটি জেলায় করোনা রোগীদের সেবা প্রদানকারী প্রথম হাসপাতাল। যেটি নিরবিচ্ছিন্নভাবে জেলার করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। এ হাসপাতালে ২৩ এপ্রিলও ৯ জন করোনা রোগী ভর্তি আছে।