আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

ঈদকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পযর্ন্ত দেশের সব দোকান ও শপিংমল খুলে দেওয়া হচ্ছে ।

এ বিষয়ে গত শুক্রবার (২৩ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শপিংমল ও মার্কেটগুলোতে (নারী ক্রেতার সমাগম বেশি) হয়রানি ও ইভটিজিং রোধে মোতায়েন থাকবে বিপুল সংখ্যক মহিলা পুলিশ।

এ ছাড়া ছিনতাই, ইভটিজার, চাঁদাবাজি, কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের নজরদারি ও টহল অব্যাহত থাকবে।

২৪ এপ্রিল ( শনিবার) রাত ১০ টার দিকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রুমে আয়োজিত ব্যবসায়ী নেতা ও শহর উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সদস্য সচিব মিজানুর রহমান মিজান।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, লোহাগাড়া বনিক সমিতির সভাপতি মহিউদ্দিন চৌধুরী বাচ্চু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম,সহ- সাংগঠনিক সম্পাদক শফিক আহমদ, অর্থ সম্পাদক সাংবাদিক সাত্তার সিকদার।

এছাড়াও লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,সদস্য মামুন অর রশিদ, এনামুল হক প্রমুখ।