নিজস্ব প্রতিবেদক :
করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শহরের সেলুন মালিক ও কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন। শনিবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেলুন মালিক ও কর্মচারীদের দেড়শ পরিবারের মাঝে স্বাস্থ্য বিধি মেনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসক মামুনুর রশিদ জানান, করোনাকালে কক্সবাজার জেলার ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন। পর্যায়ক্রমে অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, কক্সবাজার শীল কল্যাণ সমিতির সভাপতি ডাঃ সুনীল কুমার সুশীল ও সাধারণ সম্পাদক সবুজ শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।