মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের পেছনে পাহাড়ের গহীন অরণ্যে কক্সবাজার জেলা পুলিশ এবং ১৬, এপিবিএন যৌথ অভিযান চালিয়ে ২ টি আগ্নেয়াস্ত্র ও ৫ টি ছোরা উদ্ধার করেছে। শনিবার ২৪ এপ্রিল ভোরে শুরু হয়ে দুপুর নাগাদ এ কমান্ডো অভিযান চালানো হয়।

কক্সবাজার জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

অভিযানে ২টি ইউনিট এর প্রায় ৩০০ জন অফিসার ও ফোর্স অংশ নেয়। স্থানীয় কুখ্যাত ডাকাত গ্রুপ, মাদক কারবারি এবং অপহরণ চক্র তাদের অপরাধকর্ম সেরে নিজেদের গোপন আশ্রয়স্থল হিসেবে এই সমস্ত দুর্গম পাহাড়ি এলাকাকে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করে বলে কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে। অভিযানে এপিবিএন’র কমান্ডো ইউনিট এবং ড্রোন ব্যবহার করা হয়।